
ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে ছিন্নমূল বেদে পল্লীর শিশুদের ঈদ উপলক্ষে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ঘিওর কলেজের পিছনে ধলেশ্বরী নদীর পাড় এলাকায় অস্থায়ী বসবাসরত বেদে পল্লীর ৫০ জন শিশুকে নতুন পোশাক ও ২০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেন সামাজিক সংগঠন ধূমকেতু।
নতুন পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা বেদে শিশুরা।
ধূমকেতু সভাপতি মাহবুব আলম রাসেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা দীপক ঘোষ, বিমল রায়, সহ সভাপতি হাদিউজ্জামান, চঞ্চল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু।
Posted ৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.