ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১২ আগস্ট ২০২২ | প্রিন্ট
মোঃ শরিফুল ইসলাম, ঘিওর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহহস্পতিবার রাত ১১ টায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ঘিওরের বানিয়াজুরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। ফেন্সিডিল ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, আঃ রহমান বিশ্বাস ফয়সাল (২০), পিতা-মোঃ জাকির বিশ্বাস। তার বাড়ি নড়াইল জেলায়। অপর একজন হলো মোঃ ইব্রাহিম বিশ্বাস (২৩), পিতা- মোঃ জাহাঙ্গীর বিশ্বাস। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা।
সিপিসি-৩, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, ঘিওর থানাধীন বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামের এর সেকেন্দার আলী খান এর ভাড়া দেয়া বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই জন ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তারা সেকান্দার আলী খান এর বাড়ীর ভাড়াটিয়া ছিলেন। তারা ঘিওর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছিলেন। আটককৃতরা এলাকার প্রসিদ্ধ ফেন্সিডিল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে ঘিওর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১২ আগস্ট ২০২২
Desh24.news | Azad
.
.