
রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
স্মাট বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২শ’ ৩৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগননা-২০২১ প্রকল্পের আওতায় ট্যাবলেট সমুহ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসাবে এ ট্যাবগুলো বিতরণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা ও পয়লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তাসহ শুশিল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.