আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে আশ্রয়ণ -২ প্রকল্প (দারিদ্র্য, বিমোচন ও পূর্ণবাসন ) শীর্ষক প্রকল্পের আওতায় একক ঘরে পুর্নবাসিতদের ১০ দিনব্যাপী পেশা ভিত্তিক প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে ।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২ টায় ঘিওরের জোকা এলাকায় অবস্থিত জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকা প্রভা দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান আওয়াল খান প্রমুখ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে তিনটি প্রশিক্ষণের মাধ্যমে ঘিওর উপজেলায় আশ্রান প্রকল্পে বসবাসকারী ১০৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়েছে ।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
Desh24.news | Azad
.
.