মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন । বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় এলাকায় এ মানববন্ধন পালন করা হয়। সড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পারে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ঘিওর উপজেলার নতুন কমিটির সভাপতি বিএম শুভ, সাধারন সম্পাদক হিমেল আহমেদসহ ৩২ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে । তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি মোঃ আজীম মিয়া জন, সাধারন সম্পাদক রওশন ইয়াজদানী সুমন, সহ-সভাপতি মোঃ নাহিদ খান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান রনি,সাব্বির হোসেন প্রমুখ।
তারা অভিযোগ করেন বলেন, কমিটি গঠনের আগে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়নি। জেলা ছাত্রলীগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই দুইজনকে দিয়ে কমিটি গঠন করেছে। ছাত্রলীগের নীতি বহিভূর্তভাবে দেয়া এই কমিটি অবিলম্বে বাতিল করে কাউন্সিলের মাধ্যমে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আগমীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।
Posted ৮:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.