মোঃ সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘিওর হাট থেকে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত আনুমানিক ৬০ হাজার টাকার নিষিদ্ধ এই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৬ আগষ্ট) দুপুরে ঘিওর হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালগুলো জব্দ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেনসহ থানা পুলিশের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন বলেন, অবৈধ চায়না জালসহ মাছের বংশবিস্তারে ক্ষতিকর বিভিন্ন জাল ব্যবহার থেকে বিরত থাকতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।