মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন মনির হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
জানাগেছে, মনিরের বোন রেনু বেগম রান্না ঘরে সকালের খাবার তৈরী করতে ছিল। এক পর্যায়ে হঠাৎ রান্না ঘরের চুলা থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ২টি ঘর, নগদ টাকা, স্বানালংকার, কাপর চোপর পুরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী আগুন নিয়ন্ত্রন করে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় আনুমানিক ৭ লাখ টাকা।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও বড়টিয়া ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা এবং চালসামগ্রী দেওয়া হয়েছে।