আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে ঘিওরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
১৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে জেলা প্রশাসক ঘিওরের বানিয়াজুরী মালাকার বাড়ি দূর্গা পূজা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পূজা মন্টপে জেলা প্রশাসককে স্বাগত ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ভেনাস জুয়েলার্স এর স্বত্বাধিকারী গঙ্গাচরণ মালাকার।
এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার ভূমি ওয়াদিয়া শাবাব, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক অমূল্য কুমার মালাকার, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ওসি তদন্ত মহব্বত খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার আইচ, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চতু প্রমুখ।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মানিকগঞ্জে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পুজা উদযাপিত হচ্ছে। মানিকগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় তিনি দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
Posted ১:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.