
মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট
খেলাঘর মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার মানিকগঞ্জ রিজার্ভ ট্যাংকিস্থ বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম আরজুর বাসভবনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলাঘর আসরের গৌরব দীপ্ত পথ চলার ৭১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ খেলাঘর আসরের সভাপতি আব্দুল হালিম।
সাধারণ সম্পাদক পংকজ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির নেতা আরশেদ আলী মাস্টার, তেরশ্রী স্পন্দন খেলাঘর আসরের সভাপতি সজীব হোসেন, তরা হিজল খেলাঘর আসরের সাধারণ সম্পাদক তপন সূত্রধর, কুদুলিয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শাহিন হোসেন,পদ্মা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ৷
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সূর্য মিয়া, বশির আহম্মেদ, রাজ্জাক মিয়া, মেহেদী হাসান প্রমূখ।
সাংস্কৃতি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশিত হয়। শেষে শিল্পীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩
Desh24.news | Azad
.
.