
মোঃ জুলহাস মোল্লা কলাপাড়া প্রতিনিধি | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ভোট হয়েছে বলে বিএনপির মিথ্যা অভিযোগ সমর্থন করে নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করা ও তার সার্টিফিকেট ছাড়া আওয়ামীলীগ না করতে পারার ঔদ্ধত্য প্রকাশ ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব কে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নাচনাপাড়া চৌরাস্তা মাছ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম আসিক তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী।
এসময় সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার কে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়।
Posted ৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.