স্থানীয় মেম্বার রাসেল মিয়া জানান, নিহত আয়েশা বেগম কে শনিবার রাত নয়টার দিকে বাবলাতলা বাজারে তার মেয়ে জামাই শাহীনের বাসা থেকে আবাসনের বাসিন্দা ইউনুস ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। আজ সোমবার সকালে তাকে আবাসনের এক মহিলা মোবাইল করে জানায়। এরপর চৌকিদার নিয়ে নতুন মাটি ভরাটের স্থান দেখতে পান। পরে পুলিশকে খবর দিয়ে মাটি খুড়ে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে আবাসন বাসিন্দা ইউনুস পলাতক রয়েছে।
মেম্বার রাসেল মিয়া জানান, আয়েশা বেগম কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ মাটি চাপা দেয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও বলেন, নিহত আয়েশার সঙ্গে ইউনুসের টাকার লেনদেন ছিল বলে জানতে পেরেছেন।
কলাপাড়া থানার ওসি, আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।