ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট
করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হলে আবারও দেশজুড়ে লকডাউন আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিধিনিষেধ, লকডাউন একমাত্র সমাধান নয়। তাই সবার সহযোগিতা নিয়ে সংক্র’মণের উচ্চগতি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। ফরহাদ হোসেন বলেন, ‘বিষয়টা সবাইকে উপলদ্ধি করতে হবে। অর্থনৈতিক বিপর্যয় পুরো বিশ্বেই। আর লকডাউন একমাত্র কোনো সমাধান নয়। একটানা ২৯ দিন, তারপর আরও কিছুদিন ছিল। সরকার চায় সবার সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।’
৩ আগস্টের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধা’ন্ত অনুযায়ী সব কিছু ধাপে ধাপে চালু করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একটানা নিষে’ধা’জ্ঞা থাকায় মানুষ অর্থ’নৈতিকভাবে বিপর্য’স্ত। যদিও করোনা পরিস্থিতি অনুকূলে নয়। নতুন প্রজ্ঞাপনে পর্যটন কেন্দ্র চালুর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মানুষের ব্যবস্থা করা যাবে। আর ১৯ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে সব গণপরিবহন চালু হবে। মূলত জোর দেয়া হচ্ছে স্বাস্থবিধি মেনে চলার ওপর। এক্ষেত্রে আইনের প্রয়োগটাও কঠোর হবে।’ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আক্রা’ন্ত বাড়তে থাকলে এবং মানুষ না মানলে আবার লকডাউন দেয়া হবে। এর বিকল্প কিছু নেই।’
করোনা পরিস্থিতি উন্নতির দিকে পর্যটনসহ সবকিছুই ধাপে ধাপে সম্পূর্ণ চালু করা হবে বলে জানান ফরহাদ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থাও দেখতে হয় আবার জনকল্যাণের চিন্তাও করতে হয়। তাই সরকার সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। সবার সঙ্গে (স্টেকহোল্ডার) যোগাযোগ ও আলোচনা করা হয়।
Posted ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.