কক্সবাজার প্রতিনিধি | রবিবার, ০৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার ইয়াবা সহ তাজউদ্দিন চৌধুরী (৩৫) নামের এক যুবদল নেতাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলা কুতুপালং বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কচুবুনিয়া রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।
ধৃত যুবক হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পালং গ্রামের মৃত চেহের আলীর ছেলে। সে হলদিয়া পালং যুবদলের উত্তর শাখার সভাপতি। এছাড়া পূর্বের কমিটির সদস্য সচিব ছিলেন।
মরিচ্যা বাজার ব্যবসায়ী সূত্র জানায়, হলদিয়া পালং যুবদলের উত্তর শাখার সভাপতি তাজউদ্দিন ও যুবদল সাধারন সম্পাদক রুবেল এবং সোহেল প্রকাশ মুরগি সোহেলের নেতৃত্বে এখানে একটি বিশাল ইয়াবা সিন্ডিকেট রয়েছে। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটটি বাজারে তাজ উদ্দিনের লেপ তোষাকের ব্যবসার আড়ালে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে।
উখিয়া থানার ওসি আহমেদ সনজুল মোরশেদ বলেন, ধৃতের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার সাথে কে বা কাহারা জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |