উপজেলা প্রতিনিধি | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
ঈশ্বরদীর পাকশীতে মাদকদ্রব্য (১ কেজি) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটককৃত আসামীদ্বয় রাজশাহী জেলার বাঘা থানার মালিয়াদহ গ্রামের আতাহার আলীর ছেলে রিপন হোসেন (৩২) ও একই গ্রামের ফহিম মালিথার ছেলে জহুরুল ইসলাম(৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) সকাল ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের সিভিল হাট নামক স্থানে পাকশী পুলিশ ফাঁড়ির এএস আই রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত আসামী রিপন ও জহুরুলের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দীর্ঘদিন ধরে রিপন ও জহুরুল বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৩:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad