ডেস্ক রিপোর্ট | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে ২০৭ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত আসামীদ্বয় হলো উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের ইয়াকুব আলী প্রামানিক এর ছেলে সামছুল প্রামানিক ও একই ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মলিথার ছেলে শাহাবুদ্দিন মালিথা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার সময় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল পাবনার পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের ইয়াকুব আলী প্রামানিক এর বাড়িতে অভিযান পরিচালনা করে সামছুল প্রামানিক এর নিকট ৫২ পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে। একই অভিযানে সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মলিথার ছেলে শাহাবুদ্দিন মালিথার নিকট ১৫৫ পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১ লক্ষ ৩৮ হাজার টাকা সহ আসামীদ্বয়কে আটক করে। আটককৃত আসামী শাহাবুদ্দিন মালিথার নামে একাধিক মামলা আছে।
আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলা সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
পাবনা (খ) সার্কেল পাবনার পরিদর্শক ছানোয়ার হোসেন জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৭:০৯ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.