উপজেলা প্রতিনিধি | শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
গ্রামের হতদরিদ্র এক দিনমজুরের ফুটফুটে কন্যা শিশু মোছা. সালেহা আক্তার নাজমিন (৭) তার হার্টে ফুটো ধরা পড়েছে। অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। শিশুটির বাড়ী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সংলগ্ন পার্শবর্তী পার্বতীপুর উপজেলার চকমহেশপুর গ্রামে। নাজমিনকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তার বাবা বেলাল হোসেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে সেখানে তার হার্টে ফুটো ধরা পড়ে। চিকিৎসকরা বলছেন শিশুটির হার্ট দ্রুত অপারেশনের কথা । সময় মতো অপারেশন করাতে না পারলে হয়তো বাঁচানো সম্ভব হবেনা বলেও জানিয়েছেন তারা। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ২ লক্ষ টাকা।
সংসারে একার রোজগারে পরিবারে ৬ জন সদস্যকে নিয়ে চলতেই তার হিমশিম খেতে হয়। তাই পিতা দিনমজুর বেলাল হোসেন এর পক্ষে এতগুলো টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
চিকিৎসার টাকা জোগাড় করতে অন্যের দ্বারে দ্বাারে ঘুরছেন তার বাবা । তবুও কোনো কিনারা মিলছেনা,এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি।
বেলাল হোসেন তার ফুটফুটে কন্যা শিশু নাজমিনকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন। শিশুটির চিকিৎসার জন্য তাকে বাঁচাতে সমাজের সহৃদয়বান ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করছেন তিনি।
Posted ৪:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.