ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জে সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন পিতা। দ্বগ্ধ তুহিনকে (৯) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় আগুনে আহত হয়েছেন শিশুটির পিতা মহিন মিয়া (৪০) নিজেও।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া এলাকার এ ঘাটনাটি ঘটে।
সদর থানার ওসি মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মহিনের বাড়ি সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাড়ারিয়া গ্রামে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতিকালে তুহিনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয় দেন তার পিতা। সারা শরীরে আগুন লেগে গেলে শিশু তুহিন দৌড়ে প্রতিবেশী লিপি আক্তারের বাড়ির উঠানে গেলে লিপি আক্তার পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও তুহিনের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগই পুড়ে যায়। শিশু তুহিনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা তুহিনের বাবা মহিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
জানা যায়, প্রায় এক বছর আগে সংসারে অভাব অনটনের কারণে কাজের সন্ধানে সৌদি আরব চলে যান তুহিনের মা শিউলি বেগম। সেখান থেকে এসে প্রায় এক মাস আগে মহিনের সংসার ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন তিনি।
সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, শিশুটির পিতাও দ্বগ্ধ হওয়ায় তাকে চিকিৎসা দেওয়ার জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.