মোঃ শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর থানার বালিয়াখোরা ইউনিয়নে খেজুর গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন বালিয়াখোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওয়াল খান।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াখোরা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে খেজুর গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওয়াল খান সবুজ কুমার সাহা সচিব বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ মোঃ আলাল মিয়া মেম্বার ৪ নং ওয়ার্ড বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য মেম্বারগণ ।
এসময় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওয়াল খান বলেন, লোক সঙ্গীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর এই স্লোগানে হাজারী গুড়কে জেলার ব্যান্ডিং করা হয়েছে। এই গুড়ের উৎপাদন ও মান ধরে রাখতে খেজুর গাছ রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। ঐতিয্যবাহী এই গুড়কে ধরে রাখতে সকলকে বেশি বেশি করে খেজুর গাছ রোপনের পরামর্শ দেন।
Posted ২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.