মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য মজুদদার চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তিন”জন চাল ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুর থেকে বিকেল ৫টা পযন্ত উপজেলার বিভিন্ন চালের আড়তে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
লাইসেন্স বিহীন খাদ্য বিক্রির অভিযোগে পৌর বাজারের চাল ব্যবসায়ী বিভাস কুমারকে ১০ হাজার টাকা, শাহাদত হোসেন কে ১০ হাজার এবং মোঃ মহসিন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার ও এসআই আরিফুলের নেতৃত্বে একদল থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন,বিনা লাইসেন্সে খাদ্য ( চাল) বিক্রয় ও মজুদ করার অপরাধে তিন ব্যবসায়ীর নিকট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
Posted ৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.