মোঃ আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) আসনের সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, এই জনপদের নির্যাতিত নিপীড়িত ভাগ্যহারা মানুষের ভাগ্যউন্নয়নে কঠিন চ্যালেজ্ঞ গ্রহন করেছি। এই চ্যালেজ্ঞ মোকাবেলার জন্য আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আর আমি আপনাদের পাশে থেকে, সাথে থেকে নিজের জীবন বাজী রেখে, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আমি আপনাদের ভোটে এমপি হয়ে, আপনাদের শাসক হতে চাই না। বিভিন্ন জায়গায় শুনছি নৌকা প্রতীকের প্রার্থী ও তার গুন্ডা বাহিনি বলে বেড়াচ্ছে ভোট কেটে নিয়ে যাবে, আমি বলতে চাই ভোট কাটা তো দূরের কথা, ভোট কাটার কথা চিন্তা করারও লোক খুজে পাবেন না। তিনি বলেন, আমার ভোটের গাঁয়ে কেউ হাত দিলে, সালথা নগরকান্দার কোন জনগনকে কিছু বলবো না, যে নেতার হুকুমে ভোট কাটবেন ওই নেতাকে আমি চিরতরে এই দেশ থেকে বিতাড়িত করে দিবো। আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি কাউকে ভয় পাই না। সালথা নগরকান্দায় এমন কোন মায়ের পুত নেই যে আমার ভোটের গাঁয়ে হাত দেয়। এই এলাকায় আমার নাড়ী তো রয়েছে, এই এলাকার মানুষের সাথে আমার উঠাবসা ছোট বেলা থেকে। কেউ আমার ভাই, কেউ চাচা, কেউ বন্ধু, অনেকেই আমার পরিবারের আত্মীয় রয়েছেন । তাই কাউকে আমি ভয় পাই না।চারিদিকে যে বর উঠেছে আগামী ৭ তারিখ আমার ইগল প্রতিক মার্কা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সোমবার (১ লা জানুযারী) সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তরুন উদীয়মান আওয়ামীলীগ নেতা কাইয়ুম মোল্লা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী, সাবেক উপজেলা ভাইস- চেয়ারম্যান লেবু মোল্লা, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ আলী, আওয়ামীলীগ নেতা কামরুল গাজী, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু বক্কর ফকির, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবি মাতুব্বর, রত্তন মাতুব্বর, আওয়ামীলীগ নেতা হাকিম মোল্লা, যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হান্নান মৃধা, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন হাজারো নেতৃবৃন্দ।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.