আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় মানিকগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় ৪ টি এতিমখানায়।
আজ শনিবার বেলা বারোটার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় লাঙ্গল প্রতীকের কর্মী বৈণ্যা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিলকে এই জরিমানা করা হয়।
জানা গেছে, দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজন করে এক বিশেষ বর্ধিত সভার।
সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেয়ায় ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার মোবাইল কোর্ট এই জরিমানা করেন।
এবিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল । কিন্তু আবেদনটি নিবার্হী ম্যাজেস্টেটের কাছে না পৌঁছানোর কারনে ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ এই জরিমানা ও খাবার জব্দ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু আ: জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Posted ৭:২১ অপরাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.