সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী, ইছামতী ও কালিগঙ্গা নদীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার মাধ্যমে বেশ কয়েকটি ড্রেজার পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।
সোমবার (২৫ ডিসেম্বর ) ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধলেশ্বরী, ইছামতী ও কালিগঙ্গা নদীর বেশ কয়েকটি পয়েন্টে চলমান অবৈধ ড্রেজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় ড্রেজারের সাথে সম্পৃক্ত কাউকে ঘটনাস্থলে উপস্থিত না পাওয়া তাদের কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান উপজেলা প্রশাসন। এ অভিযানে ঘিওর থানা পুলিশ বাহিনীর একটি চৌকস দল ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা করেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে কাউকে হাতেনাতে আটক করতে না পারায় ড্রেজার ব্যবসায়ীদের জেল জরিমানা করা সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিক বেশ কয়েকটি ড্রেজারের পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের বিরুদ্ধে ঘিওর উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। নদীতে তাঁদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.