শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে প্রতিবন্ধীদের ব্যতিক্রমি ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে প্রতিবন্ধীদের ব্যতিক্রমি ক্রীড়া প্রতিযোগিতা

 

কারও হাত নেই, কারও পা, কেউ শারীরিকভাবে বিকলাঙ্গ অথবা বুদ্ধি প্রতিবন্ধী। নানা প্রতিবন্ধকতা নিয়ে সবাই দৌড়ে গেল এ-মাথা থেকে ও- মাথা। খেললেও মোরগ লড়াই, বল নিক্ষেপ, পাতিল ভাঙা।


গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই দৃশ্য দেখা যায়।

উপজেলার ডিএন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার বিতরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিরা।

প্রতিযোগিতায় বয়স ও প্রতিবন্ধকতাভিত্তিক চার বিভাগে ৮০ জন প্রতিবন্ধী শিশু এবং ৪০ জন স্বাভাবিক মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন।

‘আমিও জয়ী হতে চাই, আমার প্রচেষ্টায় চাই’ আহ্বানে এ একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)।

শুরুতে পতাকা উত্তোলন, মশাল প্রজ্বালন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিবন্ধীরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন, ডিআরআরএ’ এর সি.ও.ও. রাবেয়া সুলতানা, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমানসহ অন্যরা।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com