এস এম আলমগীর হোসেন, পটুয়াখালী প্রতিনিধি | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
কলাপাড়া উপকুলীয় এলাকা কলাপাড়ায় দুর্যোগ বিষয়ক- ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা ১০ টায় উপজেলার মহিপুর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এ ক্যাম্পেইন অনুষ্টিত হয়।বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন করে।এতে গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআর আর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাস, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন মহিবুল্লাহ পাটোয়ারী প্রতিনিধী গ্লোবাল টিভি, মনিরুল ইসলাম GTV প্রতিনিধী।
সন্মানিত অতিথীর বক্তব্য রাখেন ডিআর আর প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গুগনেইবারস ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি ইউসিমোরা। সভাপতির বক্তব্য রাখেন মো জামাল হোসেন ইউপি সদস্য মহিপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্টান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সুজয় সরকার
অফিস সুত্রে জানা যায় উপকুলীয় এলাকায় মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা ও ব্যাক্তি,পরিবার সমাজ পর্যায়ে দুর্যোগ প্রশমনে করনীয় সম্পর্কে বিস্তারিত ঞ্জান লাভের জন্য এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। নীলগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নে ও একই প্রোগাম করা হবে বলে জানা যায়।
Posted ৮:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.