শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে: ড.আরেফিন সিদ্দিক

মোঃ শফি আলম মানিকগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট  

বিএনপি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে: ড.আরেফিন সিদ্দিক

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,বিএনপি দেশের মানুষের কখনো ভালো চায় না । বিএনপি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে । তারা অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারে,গাড়ি ভাঙচুর চালায়।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত “বঙ্গবন্ধুর সোনার বাংলায় বাঙালির স্বপ্নসারথি শেখ হাসিনা ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরেফিন সিদ্দিক আরও বলেন, বিএনপি পুনরায় ধ্বংসাত্মক রাজনীতি চালাচ্ছে তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধুর কন্যাকে পুনরায় ক্ষমতায় বসাতে দ্বাদশ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুক, সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ মোঃ আবদুর রউফ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শচীন্দ্রনাথ মিত্র প্রমুখ ।


Facebook Comments Box

Posted ৭:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com