মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে তিন’শ দুই বোতল ফেন্সিডিল ও একটি মিনি ট্রাকসহ তারেক রহমান (২০) ও সোহেল রানা (১৯) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে দিনাজপুর র্যাব ১৩।
রোববার (৮অক্টোবর) বিকেলে দিনাজপুর-ঢাকা মহাসকের উপজেলার উত্তর সুজাপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় র্যাব বাদি হয়ে ওই দিন রাতেই ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
র্যাবের হাতে আটক তারেক রহমান(২০), ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে ও সোহেল রানা (১৯), একই জেলার হরিপুর উপজেলার চৌরাঙ্গি দামল গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট ও
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
র্যাব জানায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ রোবাস্ট টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ী বাজার এবং বিজিবি ব্যাটালিয়নের মাঝামাঝি উত্তর সূজাপুর নামক স্থানে রোবাস্ট টহল দল চেক পোস্ট বসায়। এসময় একটি রানার ফ্রিডম মিনি ট্রাক তল্লাশি করে তেলের ট্রাংকির পাশে বিশেষ কায়দায় একটি বক্সের মধ্যে রক্ষিত তিনটি স্কুল ব্যাগের মধ্যে থেকে ৩০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ছয় লাখ চার হাজার টাকা। এসময় ঘটনার সাথে জড়িত ধৃত তারেক ও সোহেলকে আটক করে ট্রাকসহ ফেন্সিডিল গুলো জব্দ করে থানায় সপোর্দ করে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃতরা সীমান্ত এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ট্রাকসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।
Posted ৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
Desh24.news | Azad
.
.