মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
” প্রকৃতি ও নিরাপদ জীবন গড়তে করি তাল বীজ রোপণ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন বানিয়াজুরী-ঠাকুরকান্দী-তাড়াইল সড়কে তাল বীজ রোপণ করা হয়। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি, পাখ-পাখালীর আবাস সৃষ্টি, বজ্রপাতের প্রাকৃতিক রক্ষা কবচ তৈরিতে ব্যক্তিগত উদ্যোগে তালবীজ রোপনে উদ্যোগী বানিয়াজুরী গ্রামের সন্তান শাহিদুজ্জামান শাহিদ তার সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তাল বীজ রোপণে এগিয়ে আসেন। গতকাল শনিবার সকালে ৫০০ টি তাল বীজ রোপণ করেন।
তাল বীজ রোপণের জন্য প্রায় ৮০০ তালবীজ উপহার দিয়ে সহযোগিতা করেন নয়াচর গ্রামের তরুণ সমাজকর্মী আল ফাহাদ, মানিকগঞ্জ শহর থেকে মো. মনোয়ার হোসেন বিশ্বাস, বানিয়াজুরীর শেখ শরীফ আহম্মেদ ও মিলন মিয়া। এছাড়াও সরকারি দেবেন্দ্র কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুর রউফ, আলপনা দাস, মো. মোবারক হোসেন, আতিক আল হাসান। তাল বীজ রোপণ কাজের শুভ উদ্বোধন করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু, উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আহমেদ ইব্রাহীম যীশু, আওলাদ হোসেন, আল ফাহাদ। সরকারি দেবেন্দ্র কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাজেদুল আলম, মো. নূরে আলম ছিদ্দিকী, মো. সোহেল রানা, মো. মোবারক হোসেন, আতিক আল হাসান, মাই টিভির মানিকগঞ্জ ঘিওর প্রতিনিধি ও দৈনিক এশিয়া বাণী পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. মহসীন খান হীরা সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগামী শুক্রবার ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তাল বীজ রোপণের দ্বিতীয় পর্ব মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান- পৌলী সড়কে রোপণ করার ইচ্ছা পোষণ করেছেন শাহিদুজ্জামান শাহিদ ।
Posted ৯:২৫ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.