ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
“আপনাদের পুলিশ আপনাদের পাশে,তথ্যদিন সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগনের দোড় গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে বীট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে পৌর বীট পুলিশিং এর আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনা,মিথ্যা প্রচার,সাইবার বুলিং,কিশোর গ্যাং ও নারীদের প্রতি ডিজিটাল ভায়োলেন্স প্রতিরোধে,সচেতন করতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চোধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী।এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, সিনিয়র সাংবাদিক রজব আলী, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ,জিএম পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু মুসা, এসআই আব্দুস সাত্তার প্রমুখ। সমাবেশে সম্প্রতিক সমাজের ব্যাধী হিসেব দেখা দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনা,সাইবার ক্রাইম, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.