ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | সোমবার, ০৮ আগস্ট ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আজ সোমবার বিকেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনায়,
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু’ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ব্রাইট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম দর্জি উজ্জ্ল।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আতোয়ার রহমান, মোঃ সামছুল আলম খানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৩০সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গমাতা জন্মগ্রহণ করেন। ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন সাবেক রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙ্গালীর মুক্তির সংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদায়ী। বাঙ্গালী জাতির সু-দীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর জীবনের সুখ-দুঃখের সাথী হয়েই শুধু নয়, মৃত্যুতেও সাথী হয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিজ পরিবারের সদস্যদের সঙ্গে শাহাদাৎ বরণ করেন।
Posted ৭:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২
Desh24.news | Azad
.