ডেস্ক রিপোর্ট | বুধবার, ২২ জুন ২০২২ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দীপু, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গর্ভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী বিষয়ক এক দিনের কর্মশালা উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্যযোগ্য উদ্ভাবনী ১০টি বিষয় হচ্ছে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচি ও সবার জন্য বিদ্যুৎ। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে গড়ার লক্ষে এই কর্মসুচিগুলো গ্রহন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সানোয়ারুল হক, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, মহীলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ্থমি) মোঃ ইয়াছের উদ্দিন । উল্লেখ্য, এই কর্মশালায় সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Posted ৮:২৩ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
Desh24.news | Azad
.
.