ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পুঠিয়াতে ইসলামিক ফাউণ্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ-বাংলাদেশের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাংলাদেশের রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্র শিক্ষক প্রতিনিধিদের নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জানুয়ারী) রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ীতে এই দোয়া মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাওলানা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দীন মডেল কেয়ার টেকার চারঘাট উপজেলা, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ জাহিদুল ইসলাম মডেল কেয়ার টেকার পুঠিয়া উপজেলাসহ জেলা ও প্রতিনিধিগন।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রেখে যাওয়া ইসলাম প্রচারের পথ ইসলামিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কল্যাণের জন্য এই শিক্ষক সংগঠন গঠন করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ এর রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে হাফেজ ক্বারী মোঃ আবু সালেহকে আহ্বায়ক ও মোঃ আফাজ উদ্দিনকে সদস্য সচিব করা হয়।
এতে বক্তব্য প্রদান করেন মোঃ হেলাল উদ্দিন (সিরাজগঞ্জ) মোঃ নজরুল ইসলাম (নাটোর) মোঃ মামুনুর রশীদ (নওগাঁ) সহ প্রমূখ।
Posted ৯:৫২ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.