দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি | বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অবৈধ ইটভাটা গুলোতে ফের আজ বুধবার সকাল ৯ টা থেকে র্যাবের অভিযান শুরু করেছে।
কুষ্টিয়া র্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান এর সহযোগীতায় ভ্রাম্যমান আদলত পরিচালনা করছেন। এখবর লেখা পর্যন্ত ইটভাটায় কাঠ পোড়ানো, আবাদী জমির টপ সয়েল ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে উপজেলার ৭টি ইটভাকে ৫৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তবে এই অভিযান এখনও অব্যাহত রয়েছে। এদিকে গত ১৮ জানুয়ারী দৌলতপুরের ৩টি ইটভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।
Posted ৩:১১ অপরাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.