সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | রবিবার, ২৯ আগস্ট ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁও জেলা কারাগারে আব্দুর রহমান (৫৪) নামে মাদক মামলায় সাজা প্রাপ্ত এক কয়েদি অসুস্থ হলে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
গত শনিবার (২৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত বদর আলির ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে একটি মাদক মামলায় তিন মাসের সাজা নিয়ে কারাগারে আসে আব্দুর রহমান। তিনি মাদক সেবনের অপরাধে একাধিকবার হাজত খেটেছেন।
হটাৎ শনিবার দুপুরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
জেলা কারাগারের জেলার মো. বদরুদ্দোজা জানান, গত ১৭ আগষ্ট রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক সেবনের অপরাধে তাকে তিন মাসের সাজা দেন সেই সাথে গতকাল দুপুরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসক মৃত ঘোষণার পরই আমরা বিজ্ঞ আদালত ও সিভিলসার্জন বরাবর ময়নাতদন্তের জন্য অনুরোধ জানাই। সব ফরমালিটি শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
Desh24.news | Azad