আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় সিপিএইচডি গ্রুপ অব কোম্পানির শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সালথা বাজারে অবস্থিত উপজেলা জাকের পার্টির অফিসে এই গ্রুপ অব কোম্পানির শাখা উদ্বোধন করা হয়। আর্য়ুবেদিক ঔষধ উৎপাদককৃত এই গ্রুপ অব কোম্পানির সালথা শাখার ডিলার, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ও সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চুর মিয়ার সভাপতিত্বে সভায় জাকের পার্টির ভাইস-চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই শাখার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক সাহিদ সিকদার, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, কোষাধক্ষ আয়ুব মোল্যা, সালথা উপজেলা ওলামা জাকের পার্টির সভাপতি মাওলানা নুরুদ্দিন, ভাওয়াল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি লাল মিয়া, সোনাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মুরাদ হোসেন, আটঘর ইউনিয়ন জাকের পার্টির কোষাধক্ষ কাজেম মিয়া সহ প্রত্যেক ইউনিয়ননের কোম্পানির ডিলার বৃন্দ ও স্থানীয় পল্লি চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স এ ড. সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেন, জাকের পার্টি শান্তি পার্টি, জাকের পার্টির মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম প্রতিষ্ঠা করাই জাকের পার্টির মিশন। কোন কাজের সফলতা পাবো কি পাবো না তা ভাবণার সময় নেই। কাজ করে যেতে হবে সফলতা একদিন আসবেই।
Posted ৯:১৮ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad