জাহেদ হাসান, কক্সবাজার প্রতিনিধি | সোমবার, ১২ জুলাই ২০২১ | প্রিন্ট
বিভিন্ন সময় পাহাড় খেকো,বালুখেকো ও ভূমিদস্যুরা বনভূমি দখল করে পাহাড় কাটা, বালু উত্তোলন, স্হাপনা নির্মাণ ও পানের বরজ সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।আবার অপরাধীদের এইসব কর্মকাণ্ড রোধ করতে বন বিভাগও থেমে নেই,বিভিন্ন সময় অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনে পদক্ষেপ নিচ্ছেন,তারপরও থেমে নেই এদের তৎপরতা।
এরই ধারাবাহিতায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানের ছরা রেঞ্জের তুলাবাগান বিট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ৪টি পানের বরজ উচ্ছেদ করে মোট ২ একর বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ।
সোমবার (১২ জুলাই)সকাল টার সময় পানের ছরা রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর এর নেতৃত্বে পানের ছরা বিট কর্মকর্তা, খুনিয়াপালং বিট কর্মকর্তা ও তুলাবাগান বিট কর্মকর্তা সহ বিটের সকল বনপ্রহরীদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
পানের ছরা রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর বলেন,বনভূমিতে অবৈধভাবে স্হাপিত ৪টি পানের বরজ উচ্ছেদ করি এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৪:০৮ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১
Desh24.news | Azad
.
.