ডেস্ক রিপোর্ট | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে মরহুম আব্দুস সোবাহান মাস্টার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
রবিবার (০১ ডিসেম্বর) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার শুভ উদ্বোধন করা হয়।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জয়নগর গোল্ডস্টার ছাত্র সংঘের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী আর, আর, পি গ্রুপ অব কোম্পানির পরিচালক, মোঃ রফিকুল ইসলাম রফিক, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ (রতন), ঈশ্বরদী উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাফিজ আহমেদ (আরিফ), সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সলিমপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউ.পি সদস্য মোঃ আসাদুল হক (আশা), ঈশ্বরদী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাংবাদিক ও সমাজ সেবক মোঃ খায়রুল বাাশার (মিঠু), সেলিম রেজা, এনামুল হক মাস্টার, রিয়াজুল ইসলাম (জুয়েল), মোস্তফা জামান (নয়ন), হুমায়ন কবীর (তরুণ), মোঃ নবাব আলী, মোঃ শাহাদত মালিথাসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, বর্তমান সমাজে তরুণদেরকে গ্রাস করেছে মাদক, আর সেই মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হলে এ ধরনের খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিবছর এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের প্রতি আহবান জানান।
উদ্বোধনী খেলায় অংশ নেয়, শ্যামপুর জুনিয়র (এসিবি) একাডেমি ও জয়নগর ফ্রেন্ডস ক্লাব।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
Desh24.news | Azad