ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
একটি চাঁদাবাজি মামলায় ফরিদপুরের সালথার মো. লতিফ মোল্যা (৫৫) নামে এক ইউপি মেম্বারকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩ নং আমলী আদালতের বিচারক রাইসা সরকার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
লতিফ মোল্যা সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি মেম্বার।
ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল হোসেন শামীম ওই ইউপি মেম্বারকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই আইনজীবী বলেন, ফরিদপুরের কোর্টে দায়েরকৃত একটি মামলা সিআইডিকে তদন্তের আদেশ দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত ওই মেম্বারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Posted ৬:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad
.
.