ডেস্ক রিপোর্ট | সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের জগদল বাজারের পশু জবাইখানায় তালা দেয়ার অভিযোগ হাট ইজারাদারের বিরুদ্ধে।এতে পশু জবাই করতে না পেরে লোকসানে পড়েছে ব্যবসায়ী, দূর্ভোগে ক্রেতারা।পশু প্রতি ২ শ টাকা হাট ইজারাদারের বেঁধে দেয়া টোল দিতে মাংস ব্যবসায়ীরা অপারগতা প্রকাশ করলে সোমবার (২২ এপ্রিল)সকালে প্রাণী চিকিৎসক মোস্তফা ইজারাদারের কথায় জবাইখানায় তালা দেন।
মাংস ব্যবসায়ীদের অভিযোগ,আগে গরু প্রতি ৫০ টাকা করে টোল দিয়েছি।এবছর নতুন হাট ইজারাদার আসায় ২ শ টাকা দাবী করছে।আমরা বসতেও চেয়েছি কিন্তু বসার আগেই জবাইখানায় গিয়ে দেখি তালা দেয়া হয়েছে।
মাংস ব্যবসায়ী বেলাল বলেন,আগে ২০-৫০ টাকা পর্যন্ত টোল দিয়েছি।এবছর নতুন হাট ইজারাদার এসে গরু প্রতি ২ শ টাকা চাইছে।না দিলে গরু জবাই করতে দেননি।
নুনিয়াপাড়া এলাকার ক্রেতা আনোয়ার হোসেন বলেন,বাড়িতে মেহমান আসছে জগদল বাজারে মাংস নিতে আসে দেখি সব দোকান বন্ধ।পড়ে শুনছি পশু জবাই করতে দেননি হাট কমিটি।
ব্যবসায়ী নুর ইসলাম নুরু বলেন,৪০ বছর ধরে ব্যবসা করে আসছি টোল নিয়ে এরকম কোনদিন হয়নি।এটা অযুক্তিক দাবী।যেটা সরকারি টোল সেটা নিবে, বেশি কেন দাবী করবেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।গরু জবাই করতে না পারলে ৫০-৬০ জন ব্যবসায়ীসহ কর্মচারীরা বেকার হয়ে পড়বে।
হাট ইজারাদার আলমগীর হোসেন বাবু বলেন,কয়েকদিন হল হাট ইজারা নেয়ার। এ পর্যন্ত একটাকাও দেননি তারা।গরুর পা ভাঙ্গা,বিভিন্ন রোগে আক্রান্ত,চোরাই গরু এখানে জবাই হয়।বাইরে থেকে মাংস নিয়ে আসে এখানে বিক্রি করছে।এ অনিয়ম বন্ধ করার চেষ্টা করছি তবে সরকার নির্ধারিত টোলের বাইরে এক টাকাও নিব না।
Posted ১০:৩১ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad
.
.