মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা | রবিবার, ০২ মে ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জ ঘিওরে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সরকারি ভর্তুকি প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। কর্তৃপক্ষ বলেন, চলমান করোনা পরিস্থতিতে ধান কাটা এবং মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় কৃষকদের ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার সরকারি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি, ঢাকা) সরেজমিন উইং পরিচালক এ কে এম মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক বশির আহম্মদ সরকার, মানিকগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহজাহান আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকতার্ শেখ বিপুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতার্ মোঃ উজ্জল হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই কৃষক – বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের মোঃ সামছুল হক পরবর্তিতে আরোও দুজনকে দেওয়া হবে। সরকার ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে ৩ টি কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে ১টি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩০ লাখ ৫০ হাজার টাকা , সরকারের ১৪ লাখ টাকা ভর্তুকিতে ১ টি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা , সরকারের ১৪ লাখ টাকা ভর্তুকি। আরো ২ জন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হবে।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনব্যাপী উপজেলার ৬০ জন কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিরা অংশ গ্রহণ করেন।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১
Desh24.news | Azad
.
.