আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে ঘিওর উপজেলার ৮৩টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থায়নে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা উপহার দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য জিয়াউল হক জিয়া।
গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে এ উপহার তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, বড়টিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক মোল্লা রওশন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, সহ-সভাপতি রাম চন্দ্র সাহা, বড়টিয়া ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দাস প্রমুখ।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঘিওর উপজেলা আওয়ামীলীগের সদস্য জিয়া বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের দেশে সব ধর্মের মানুষ এখানে যে যার ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তবে কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
Desh24.news | Azad
.