শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ শতাধিক নেতাকর্মী নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন এমপি দূর্জয়

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট  

৭ শতাধিক নেতাকর্মী নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন এমপি দূর্জয়

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’
সিনেমাটি একযোগে সারাদেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার (১৩
অক্টোবর)। মুক্তির প্রথম দিনে শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
পর্যন্ত নাইট শো’র টিকেট কেটে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নবীন সিনেমা হলে ৭
শত নেতাকর্মী নিয়ে সিনেমাটি উপভোগ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।


এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বীরমুক্তিযোদ্ধা
গোলাম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, দৌলতপুর
উপজেলা আলীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, ঘিওর উপজেলা আ’লীগের
সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলী, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক আবুল বাশার, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল
বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অনেকেই উপস্থিত থেকে সিনেমাটি
উপভোগ করেন। এসময় ঘিওর, দৌলতপুর, শিবালয়সহ জেলা আওয়ামীলীগের
নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বলেন,
‘পৃথিবীর অনেক বরেণ্য রাজনীতিবিদ, স্বাধীনতা আন্দোলনের নেতাদের নিয়ে
সিনেমা নির্মিত হয়েছে। এর মাধ্যমে সেসব দেশের মানুষসহ পৃথিবীর বিভিন্ন
দেশের মানুষ তাদের নেতাদের সম্পর্কে জানতে পারছেন। মুজিব: একটি জাতির
রূপকার—সিনেমার মাধ্যমেও এ দেশের বিভিন্ন শ্রেণির মানুষ জাতির পিতা শেখ
মুজিবকে জানতে পারবেন।

 

 

 

 

সিনেমা দেখার পর সংসদ সদস্য দূর্জয় বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে
যারা না জানেন তারা এই সিনেমা দেখে জানতে পারবেন। এই সিনেমা দেখে যেন
বঙ্গবন্ধুর সম্পর্কে সবাই অবগত হতে পারেন সে জন্য দেখার ব্যবস্থা করে
দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা–কর্মীরা প্রায় প্রতিদিনই সাধারণ মানুষদের
নিয়ে হলে এসে সিনেমা দেখবেন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও দেশের সঠিক
ইতিহাস জানাতে অভিভাবকদের হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান এমপি
দূর্জয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল
পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর
চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। পর্দায় দেখা যাবে তাঁর ব্যক্তিগত
ও রাজনৈতিক জীবনের নানা অজানা গল্প। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়
করেছেন আরিফিন শুভ। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক
শ্যাম বেনেগাল। চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। ২০২১
সালের ২১ জানুয়ারি সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। এটি নির্মাণের বাজেট
ছিল ৮৩ কোটি টাকা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের এফডিসি ও
ভারতের এনএফডিসি। এটি বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় করা হয়েছে।
সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৫৮ মিনিট।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com