ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
সাইফুল ইসলাম ‘সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রকৌশলী অফিসের অধীনে উন্নয়ন মূলক কাজের তদারকির দায়িত্ব পালন করছেন ইলেকট্রেশিয়ান ও এলসিএস সুপারভাইজার । চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দিয়ে এ জন গুরুত্বপূর্ণ কাজের তদারকি করায় কাজের টেকসই মাননিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকাতে কোটি কোটি টাকার উন্নয়ন মূলক কর্মযজ্ঞ চলমান রয়েছে। এসব কাজের মধ্যে আরসিসি ব্রীজ, স্লাবব্রীজ, গার্ডার ব্রীজ, স্কল কলেজ ভবন নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ। সংশ্লিষ্ট অফিসের প্রকৌশলী ও কার্যসহকারিদের দিয়ে এসব কাজ শত ভাগ সুপারভাইজেশনের কথা থাকলেও নিয়মনীতি তোয়াক্কা না করে উপজেলা প্রকৌশলী কাজের সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ চতুর্থ শ্রেণীর কর্মচারি দিয়ে তদারকি করাচ্ছেন । সম্প্রতি জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর ( মিরির চর) , চান্দহরের মাধবুর ব্রীজ , বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ২য় ও ৩য় তালার কাজ চলমান। ঐ স্কুলসহ একাধিক নির্মাণ কাজের তদারকি করছেন উপজেলা পরিষদের ইলেকট্রেশিয়ান মোয়াজ্জেম হোসেনও এলসিএস সৌরভ নামের এক যবুক। সংবাদিকদের অবস্থান টের পেয়ে ঐ য়ুবক লাপাত্তা হলেও ইলেকট্রেশিয়ান শেষপর্যন্ত নির্মাণ কাজের উপাদান সামগ্রী মিক্স কার্যক্রম তদারকি করতে দেখা গেছে। উল্লেখ্য প্রকল্পের চুক্তির মেয়াদ অনুযায়ী সৌরভের চাকুরি কয়েক মাস পূর্বে বাদ হলেও উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন কে ম্যানেজ করে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কাজ দিব্যি তদারকি করছেন । তাদের সংশ্লিষ্ট কাজের উপর নেই কোন একাডেমিক সনদ ও অভিজ্ঞত এসব থোরাই কেয়ার করে রহস্য জনক কারণে দিব্যি একাধিক উন্নয়ন মূলক কাজের তদারকির করছেন । ফলে সংশ্লিষ্ট অফিসে কর্মরত ইন্জিনিয়ার ও কার্যকারী সহকারীর দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন কাজ তদারকির মত কৌশল তাদের শিখানো হয়েছে বলেই তাদের সাইডে পাঠানো হয়। তাছাড়া প্রতিটি প্রজেক্টের কাজ আমি নিজেই তদারকি করে থাকি। সহকারী প্রকৌশলীও সাইডে আছে।
Posted ১২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Desh24.news | Azad
.