মো.সাইফুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার কাশিমনগর গ্রামে পানির পাম্প উদ্বোধন করলেন পৌর মেয়র। গতকাল মঙ্গলবার (২৫ মে) বিকেলে পৌরসভার কাশিমনগর গ্রামে মো. মহর আলীর দানকৃত জমিতে পৌরসভার অর্থায়নে এই পানির পাম্পটি স্থাপন করেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার।
পৌরসভা সূত্রে জানা গেছে, মেয়রের সহযোগিতায় ২২ লক্ষ টাকায় এ পানির পাম্পটি স্থাপন করা হয়। এ পাম্পটির উত্তোলন ক্ষমতা ৬২ এইচপি , প্রতি ঘন্টায় ১৮শত লিটার পানি উত্তোলন ক্ষমতা রয়েছে। পাম্পটি স্থাপনের ফলে ঐ এলাকার ১৮শ লোকের বিশুদ্ধ পানির সরবারহের সুব্যবস্থা নিশ্চিত হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে পৌরমেয়র আবু নাঈম মোঃ বাশার বলেন, একটি আধুনিক ও নান্দনিক সবুজ বেষ্টিত পৌরসভা গড়াই আমার লক্ষ্য। আমার জীবন দিয়ে হলেও এই পৌরবাসী বিবিধ সমস্যা সমাধান ও সেবা নিশ্চিত করবো। আশা করি আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব তায়েব আলী, ইঞ্জিঃ সফি মাহমুদ, আব্দুল বাতেন, ওয়ার্ড কমিশনার মো. সামছুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সমেজ উদ্দিন, মো. রিয়াজুল ইসলাম, পারুল আক্তার, রিতা আক্তার শিল্পী প্রমূখ।
Posted ৮:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
Desh24.news | Azad
.
.