উপজেলা প্রতিনিধি | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ | প্রিন্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ৯ টি ইউনিয়নে ৩ জন ও সালথা উপজেলার ৮টি ইউনিয়নে ৪ জন রিটানিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর তারিখে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানাগেছে। নগরকান্দা উপজেলার রামনগর, ডাঙ্গী ও ফুলসুতী এই তিন ইউনিয়নের রিটানিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা শেখ তানভীর আকতার। তালমা, লস্করদিয়া ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়া। কাইচাইল, চরযশোরদী ও পুরাপাড়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী নিয়োগ পেয়েছেন।
সালথা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে গট্টি ও আটঘর ইউনিয়নের রিটার্নিং অফিসার নিয়োগ পেয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস। সোনাপুর ও বল্লভদী ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তা তেলায়েত হোসেন। রামকান্তপুর ও যদুনন্দী ইউনিয়নে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফজলে রাব্বি নোমান, ভাওয়াল ও মাঝারদিয়া ইউনিয়নে উপজেলা প্রকৌশলীা তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন।
নির্বাচন কমিশন কতৃক ঘোষিত ২য় ধাপের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ২:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.