মোঃ আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি এরশাদ মাতুব্বর (৩৪) কে ৯বছর পর গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এরশাদ, ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের নবাব মাতুব্বরের ছেলে।
ফরিদপুর র্যাব ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় একটি অভিযান চালিয়ে হত্যা মামলাসহ মোট তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘ ৯ (নয়) বছর যাবৎ পলাতক আসামী মোঃ এরশাদ মাতুব্বরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি
উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, উক্ত হত্যাকান্ডের পর থেকে আসামি এরশাদ আত্মগোপনে চলে যায়। গ্রেফতারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো। সর্ব শেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমান ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.