মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এবং পাচুটিয়া গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন, মো জামান বয়স ৩৫, মোঃ সেলিম বয়স ৩৫, মোঃ বাবনাল বয়স ৫০, মোঃ লাভলু খন্দকার বয়স ৬০।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) ভোর ৫ পাঁচটার সময় ওই গ্রামের বিভিন্ন মহল্লায় আক্রমণের এ ঘটনা ঘটে। শিয়ালগুলোকে মেরে ফেলার চেষ্টা চালালেও ব্যর্থ হন গ্রামবাসী। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয় । এদিকে শিয়ালের উৎপাতে গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে। থমথমে পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
আহত জামান বলেন, ভোর ৫ সময় আমি ইস্টার্ন ব্রিকস কাজ শেষ করে বাসায় ফেরার পথে কয়েকটি শিয়াল আমাকে কামড়ানো শুরু করে পরে আমার ডাক চিৎকারে এলাকা বাসি এসে আমাকে উদ্ধার করে।
আহত বাবনাল বলেন ভোর ৫ সময় আমি আমার দোকান খোলার জন্য দোকানের সামনে শাটার খুলতেই একটি শিয়াল এসে আমাকে কামড়ায়।
এ ব্যাপারে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বলেন, গুরুতর অবস্থায় আপাতত কেউ নেই। সবাইকে ভ্যাক্সিন দেয়া হয়েছে, এখন তারা বিপদমুক্ত। আশাকরি সবাই সুস্থ হয়ে উঠবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম দেশ টোয়েন্টি ফোর কে বলেন, তারা এখন সুস্থতা উপভোগ করছেন। তবে জনসচেতনতার জন্য আমরা খুব শিগগিরই ব্যবস্থা নিবো এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সর্বক্ষণ জলাতঙ্কের ভ্যাক্সিন পাওয়া যায় সে ব্যবস্থাও নিচ্ছি।
Posted ৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.