ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৯ জুলাই ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মানিকগঞ্জে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার পেয়ে এসব দরিদ্র পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের ভররা গ্রামে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, মোহাম্মদ ইলিয়াছ হুসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াছ হুসাইন।
এর আগে গত শুক্রবার শিবালয় উপজেলার উথুলী এলাকাতেও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে এই ফাউন্ডেশন।
প্রতিটি পরিবারে চাল, ডাল, সেমাই, সাবান, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খলসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া
ফাউন্ডেশন তত্ত্বাবধায়ক মোঃ লুৎফর রহমান, ডা: জিএম এনামুল হক,মো: পাবেল রহমান, মো:লিয়াকত আলী, ইউপি সদস্য ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য আরশেদ আলী, মোঃ শহর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াছ হুসাইন বলেন, আমাদের সকলের উচিত আশেপাশের অসহায় মানুষের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো, যার যার অবস্থান থেকে যথাসাধ্য সহায়তায় হাসি ফুটতে পারে দরিদ্র পরিবারের মানুষের মুখে। দরিদ্র ও প্রতিবেশীদের প্রতি এই হক আদায় করলে আল্লাহ তাআলা খুশি হবেন।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ জুলাই ২০২২
Desh24.news | Azad
.
.