শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুর কেশরহাটে দুটি দোকান আগুনে ভস্মীভূত হাওয়া জেলা প্রশাসকের নগদ অর্থ প্রদান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট  

রাজশাহীর মোহনপুর কেশরহাটে দুটি দোকান আগুনে ভস্মীভূত হাওয়া জেলা প্রশাসকের নগদ অর্থ প্রদান

 

গত সোমবার রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভার  বাজারে কসমেটিকস পট্রিতে অগ্নিকান্ডে তিলাহারির  মৃত আব্দুল হকের ছেলে জামাল হোসেন(৩৩),এর কসমেটিক দোকান  ও লালচের মৃত হেফাজত উদ্দিনের ছেলে মাইনুল ইসলাম(৩২) এর জুতার দোকান অগ্নিকান্ডে ভস্মীভূত  হয়েছে।এই ঘটনাটি রাজশাহী জেলা প্রশাসক মহোদয় শামীম আহম্মেদ শুনলে গত  মঙ্গলবার ঘটনা স্থল পরিদর্শন করেন। পরিদর্শনের শেষে জনসম্মুখে নগদ অর্থ প্রদান করেন।মহোদয়  বলেন কেশরহাট এলাকা বাণিজ্যিক এলাকা সবাইকে সাবধানতা অবলম্বন ও সর্তকতা নিশ্চিত  ভাবে চলতে হবে এবং সবার  সুস্বাস্থ্য  কামনা করেন।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা,সহ কেশরহাট পৌরসভার মেয়র  শহিদুজ্জামান শহিদ এবং স্থানীয় লোকজন  উপস্থিত ছিলেন।  আগুনের অগ্নিকান্ডে  ভষ্মীভূত  নিয়ন্ত্রণে কাজ করছেন মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস এ্যন্ড সিভিল ডিফেন্স স্টেশনের  দুটি ইউনিট ইনচার্জ নিতাই চন্দ্র ঘোষের নেতৃত্বে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন এবং বলেন বাজারের পাশে পুকুর থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তিনি সাময়িকভাবে ধারণা করেন,বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত  ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থানে  উপস্থিত হয়েছেন, মোহনপুর উপজেলার নির্বাহী নির্বাহী অফিসার  ও মোহনপুর থানার জাতীয় হেল্পলাইন ৯৯৯ নাইন পুলিশ সদস্যরা এবং কেশরহাট পৌর মেয়র সহ পৌর বাজার এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল  পরিদর্শন শেষে বলেন, কেশরহাট একটি গুরুত্বপূর্ণ হাট ও বাজার সাবধানতা অবলম্বন করা সবার দরকার। সিভিল সার্জন ও দোকান মালিক এবং স্থানীয়  লোকজনের সঙ্গে কথা বললে তারা জানান, হঠাৎ বৃষ্টির কারণে আটটার মধ্যে সব দোকান বন্ধ করে  দোকানিরা   চলে যায় খবর পেয়ে সবাই উপস্থিত হন। দোকানিরা বলেন  প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান।এ বিষয়ে নির্বাহী অফিসার   আশ্বাস দেন আপনাদের জন্য কিছু করা যায় কিনা।


Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com