
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি :
মানিকগঞ্জে শিবালয় উপজেলার পাড়াগ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ২জন আহত হয়েছে। আহতরা গ্রামের মোঃ মজিবুর রহমান বিশ্বাসের পুত্র শাহিনুর বিশ্বাস (২৭) ও মোঃ কামাল মোল্লার পুত্র রজ্জাল ওরফে নব (৩৬) কে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আহত শাহিনুরকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নব’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। একই এলাকার মৃত মধুসূদন সরকারের পুত্র সুশীল সরকার বাদী হয়ে একই এলাকার গৈর সিকদারের পুত্র সাগর শিকদার ২। মৃত গোবিন্দ সরকারের পুত্র গৈর সিকদার ৩। গৈর শিকদারের স্ত্রী ভবানী সিকদার ৪। সন্তোষ শিকদারের পুত্র সঞ্জয় সিকদার ৫। মৃত জ্যোতিষ শিকদারের পুত্র সন্তোষ শিকদার ওরফে হেনা ও অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি করে শিবালয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে জানা গেছে, বাদীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দীর্ঘদিন যাবৎ জবরদখল করার পায়তারা করছে ওই সন্ত্রাসী বাহিনী। বাদীপক্ষ উক্ত জমিতে সরিষা উঠাতে গেলে প্রতিপক্ষ অকথ্য ভাষায় গালিগালাজ অতঃপর দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায়। হামলায় ২জন আহত হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, অভিযোগ পেয়েছি আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Desh24.news | Azad
.
.