মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার দুপুরে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ-উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রোহিঙ্গা, আলী আহম্মদ এর ছেলে, মোঃ মজিবুর রহমান (২৭),মজিবুর রহমান এর স্ত্রী মোছাঃ সাবিকুন্নাহার (২৪) মোঃ মজিবুর রহমান এর ছেলে মোহাম্মদ হোসেন (০৫) তারা সকলেই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১১ নম্বর ঘরে বসবাসরত ছিল তারা,তাদের কার্ড নং ২২৫২৬৬।
স্থানীয় বিনাইল ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা আসনের সদস্য মাকসুদা বেগম বলেন,সকালে দেশমা বাজার এলাকায় নিজ বাড়ি থেকে বেরিয়ে দেখি এক শিশুসহ একই পরিবারের তিন জন রাস্তার পাশে বসে আছে। এসময় তাদের ঠিকানা জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারেনি। পরে বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় বিনাইল চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।
স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন,ওই তিন জনের কথা শুনে মনে হয়েছে তারা মিয়ানমান এলাকা থেকে এসেছে তারা রোহিঙ্গার । পরে বিয়টি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ককে জানালে তিনি এক জন দোভাষিকে পাঠিয়ে দেন। পরে ২৯ বিজিবি আওতা ভুক্ত স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পে ওই রহিঙ্গাদের নিয়ে যান বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপির টহলদল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৮ এমপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দেশমা বাজার (জিআর-৮৫২০৭৮ এমএস ৭৮ সি/১৫) এলাকা হতে ০৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
এবিষয়ে জানতে চাইলে আটককৃত রোহিঙ্গাদের ভাষ্যমতে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ জানান, তারা দালালের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে বিরামপুর দেশমা সিমান্ত এলাকায় আসেন,পরবর্তীতে দালাল চক্ররা তাদেরকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে এক দোভাষিকে পাঠিয়ে তাদের সাথে কথা বলে, রহিঙ্গা ক্যাম্পে খোঁজ খবর নিয়ে তাদের বিষয়ে বিস্তারিত জানা গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যাবস্থা নেওয়া হবে।
Posted ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.